সংবাদ শিরোনাম
স্বপ্নময় মানবকল্যাণমূখী সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা
২৫ মার্চ, ২০২৪, 7:05 PM

নিজস্ব সংবাদদাতা
২৫ মার্চ, ২০২৪, 7:05 PM

স্বপ্নময় মানবকল্যাণমূখী সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- স্বপ্নময় মানবকল্যাণমুখী সংগঠনের পটিয়া উপজেলা শাখার উদ্যোগে অর্ধ-শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল ২৪ই মার্চ (রবিবার) পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়ার নওশাপুকুর পাড় সংলগ্ন আবু সৈয়দ মেম্বারের বাড়িতে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে সভার সভাপতিত্ব করেন পটিয়ার শাখার সম্মানিত আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ভদন্ত জয়সেন ভিক্ষু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নময় মানব কল্যাণমূখী সংগঠন পটিয়া শাখার উপদেষ্টা বাবু ডালিম বড়ুয়া, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি:- আবু ছৈয়দ মেম্বার, দিদারুল ইসলাম, উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি; মোহাম্মদ এরশাদ উপদেষ্টা স্বপ্নময় মানব কল্যাণমূখী সংগঠন পটিয়া শাখা।
প্রধান অতিথির বক্তব্যে স্বপ্নময় মানব কল্যাণমুখী সংগঠনের পটিয়া শাখার উপদেষ্টা বাবু ডালিম বড়ুয়া বলেন, মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে আমি এ সংগঠনের পাশে থেকে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাহেদুল ইসলাম বলেন, এই ধরনের মানব কল্যাণমুখী কাজের জন্য আমি স্বপ্নময়ের পটিয়া শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পটিয়া শাখাকে এগিয়ে যেতে আমার সহযোগিতা সব সময় থাকবে। সভাপতির বক্তব্যে জয়সেন ভিক্ষু বলেন, চলবো মোরা একসাথে, জয় করবো মানবতা'কে এই স্লোগানকে কাজে লাগিয়ে সবাইকে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে মানবতার কাজে এগিয়ে আসবো।
এতে সঞ্চালনা করেন পটিয়া শাখার সদস্য সচিব মোহাম্মদ রবিউল হাসান আদর।
সম্পর্কিত