সৌদি রিয়েল বিক্রির নামে প্রতারণা: পটিয়ায় চক্রের ৩ সদস্য আটক
নিজস্ব সংবাদদাতা
৩০ সেপ্টেম্বর, ২০২৫, 5:07 PM

নিজস্ব সংবাদদাতা
৩০ সেপ্টেম্বর, ২০২৫, 5:07 PM

সৌদি রিয়েল বিক্রির নামে প্রতারণা: পটিয়ায় চক্রের ৩ সদস্য আটক
মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় এক ব্যবসায়ীকে সৌদি রিয়েল দেখিয়ে ৫ লাখ টাকা প্রতারণার অভিযোগে পুলিশ আন্তঃজেলা প্রতারকচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার পুকুরিয়া গ্রামের মৃত সুন্দর আলী খানের পুত্র লিয়াকত আলী খান (৫৫), ফরিদপুর জেলার ছোট খারদিয়া গ্রামের মো. কাউছার বেগের পুত্র মো. সোহেল বেগ (৩৩) এবং একই জেলার রায়পাড়া সদরদি এলাকার মোহাম্মদ খানের পুত্র মো. জাহিদ খান প্রকাশ শহীদ (৪৫)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সৌদি ১০০ রিয়েলের ২০টি নোট, ৮টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা। সোমবার রাতে তাদের গ্রেফতার করে মঙ্গলবার সকালে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, পটিয়া পৌর সদরের ব্যবসায়ী মো. আলকাছ মিয়াকে প্রতারকচক্র প্রথমে ফেরিওয়ালা ছদ্মবেশে টার্গেট করে। পরে সৌদি রিয়েল বিক্রির প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। মামলার সূত্র ধরে তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ হান্নান অভিযান চালিয়ে প্রথমে লিয়াকত আলী খানকে গ্রেফতার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য সদস্যদেরও গ্রেফতার করা হয়।
পটিয়া থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হান্নান বলেন, “প্রতারকচক্র দীর্ঘদিন ধরে পটিয়ার বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।”