ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

সোনাগাজী থেকে শিশুসহ ৮ রোহিঙ্গা আটক

#

১১ এপ্রিল, ২০২২,  10:08 PM

news image

নিজস্ব প্রতিনিধি : সোমবার সকালে ফেনীর সোনাগাজীর চরচান্দিয়ার ধান গবেষণা এলাকা থেকে শিশুসহ ৮ রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করে। 

আটককৃতরা নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে জানাযায়। আসা শিশুসহ আট রোহিঙ্গাকে আটক করেছেন 

আটকৃতরা হল মো. আবছার (১৭), মোঃ জাফর আলম (১৬), সৈয়দ হোসেন (২৫), মোঃ ইলিয়াস(০৭), মোঃ ফারুক (১৬), ইয়াসিন আরাফাত(১২) কামাল সাদেক (১৪), নুর মোহাম্মদ। তাদের মধ্যে শিশু ইলিয়াছ তার পিতা সৈয়দ হোসেনের (২৫) সাথে হাতিয়ার ভাসানচরের নানা নানুর কাছে গোপনে বেড়াতে এসেছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোররাতে চরচান্দিয়া ইউনিয়নের ধান গবেষণা শিশুসহ ৮ জন লোক একসঙ্গে পায়ে হেটে চলাচল করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাদের জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন। তারা ভাসানচর থেকে কতুপালং যাচ্ছেন বলে তাদের জানান। পরে বিষয়টি সোনাগাজী থানায় জানানো হলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালেদ হোসেন বলেন, তাদের আপাতত থানায় রাখা হয়েছে।  প্রাথমিকভাবে জানা গেছে তারা কুতুপালং থেকে ভাসানচরে স্বজনদের কাছে গোপনে বেড়াতে গেছে। বেড়ানো শেষে পুনরায় ফিরতে গিয়ে নোয়াখালী থেকে ট্রলারে করে চট্টগ্রাম যাওয়ার কথা থাকলেও ট্রলারের চালক ফেনী নদীর সোনাগাজী অংশে তাদের নামিয়ে দেয়, পরে তারা পথ হারা হয়ে গ্রামে ডুকে পড়ে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী