সৈনিকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা পরিবারের সংবাদ সম্মেলন
৩১ মার্চ, ২০২৩, 11:27 PM

NL24 News
৩১ মার্চ, ২০২৩, 11:27 PM

সৈনিকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা পরিবারের সংবাদ সম্মেলন
কক্সবাজার অফিস
নামে এক সংবাদকর্মীকে ষড়যন্ত্রমুলক ঘৃণিত কাজের সহযোগী হিসেবে একটি মাদক মামলায় জড়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সৈনিক লীগের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুল হুদা সোহেল রানা নামে এক সংবাদকর্মীকে ষড়যন্ত্রমুলক ঘৃণিত কাজের সহযোগী হিসেবে একটি মাদক মামলায় জড়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পিতাকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানো হয়েছে বলে পরিবারের সদস্য মোহাম্মদ রহিদ দাবী করেন।
সম্মেলনে দাবী করা হয়, কামরুল হুদা সোহেল রানা সাংবাদিকতার পাশাপাশি ক্ষমতাসীন দলের অংগসংগঠন শ্রমিকলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। জমিজমা বিরোধ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বশে এনে তাঁকে উদ্দেশ্য প্রনোদিতভাবে মামলায় জড়িত করেছে। এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবী করেন তার পরিবার। একই সাথে তার মুক্তিও দাবী করেন।
পরিবারের বড় ছেলে মোহাম্মদ রহিদ দাবী করেন, তার পিতা সোহেল রানার বিরুদ্ধে বাংলাদেশের কোন থানায় বা আদালতে কোন মামলা নেই। নেই কোন ধরনের একটি অভিযোগও। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন কারো থেকে অনৈতিক সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে তার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তার বাবা সম্পুর্ণ
নির্দোষ। এমনকি তার বাবার হাতে কোন ইয়াবা না পেয়েও সহযোগি হিসেবে মামলায় আসামী করার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবী করছে তার পরিবার।
এসময় তার পরিবারের অধিকাংশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কামরুল হুদা সোহেল রানা জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের জেলা প্রতিনিধি। বঙ্গবন্ধু সৈনিক লীগের পৌর সভাপতি। কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন যুবলীগের কাউন্সিলর ও জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলার যুগ্ম আহ্বায়ক। একই সাথে গেল ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দীতা করেন।বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত।