সেন্টমার্টিন সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত কাছিম
১৮ ফেব্রুয়ারি, ২০২৩, 11:24 PM

NL24 News
১৮ ফেব্রুয়ারি, ২০২৩, 11:24 PM

সেন্টমার্টিন সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত কাছিম
কক্সবাজার অফিস:
সেন্টমার্টিন সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি মৃত কাছিম। কাছিমটির শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে । এতে দুর্গন্ধ বাতাসের সাথে ছড়িয়ে পড়ছে চারদিকে। এতে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ। কাছিমটির ওজন ৩০-৩৫ কেজি, দৈর্ঘ্য সাড়ে তিন ফিট ও প্রস্থ আড়াই ফিট।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে কাছিমটি সৈকত তীরে ভেসে আসে।
স্থানীয়রা বলছেন কাছিমটি আজ থেকে এক সপ্তাহ আগে সমুদ্রে মারা গেছে। হয়তো মাছ ধরার কোনো জালে আটকা পড়ে জাছিমটি মারা যায়।
ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক লোকমান তাজ বলেন, কাছিমটি হয়তো এক সপ্তাহ আগে সমুদ্রে মারা যায়। পরে আজ শুক্রবার সন্ধ্যায় ভেসে আসে। কাছিমটির শরীর পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে পর্যটকরা হাঁটতে পারছেনা সৈকতে।
এবিষয়ে জানতে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাফিজুর রহমান জানান, আমরা বিকেলে হেঁটে আসলাম কোন কিছু দেখলাম না। হঠাৎ কোথা থেকে কচ্ছপ এলো। আমি লোক পাঠাচ্ছি কাছিমটি উদ্ধার করার জন্য । পরে জানা যাবে কিভাবে এর মৃত্যু হয়েছে।