সেই ঘাতক ট্রাকচালক গ্রেফতার
১৮ ফেব্রুয়ারি, ২০২২, 3:03 PM

NL24 News
১৮ ফেব্রুয়ারি, ২০২২, 3:03 PM

সেই ঘাতক ট্রাকচালক গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের খাগডহর ঘুণ্টি এলাকা থেকে ড্রাইভার মো. আনিস মিয়াকে (৪২) গ্রেফতার করা হয়।
আনিস ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার খাগডহর ঘুণ্টি এলাকার মো. আজিজুল হক অরফে হাসু মিয়ার ছেলে।
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে র্যাব ১৪-এর একটি অভিযানিক দল।
ময়মনসিংহ র্যাব ১৪-এর কোম্পানি অধিনায়ক আখের মুহম্মদ জয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, মুক্তাগাছা-জামালপুর মহাসড়কে মুক্তাগাছা উপজেলার ঘাটুরী বলের সড়ক নামক স্থানে বিপরীত দিক দিয়ে দ্রুতগতিতে আসা ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশায় থাকা সব যাত্রী মারাত্মক জখম হন। তাদের মধ্যে অটোরিকশা চালকসহ তিন জন নিহত হন। এ ঘটনায় মেজর আখের মুহম্মদ জয় এবং সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের খাগডহর ঘুণ্টি এলাকা থেকে ঘাতক চালক মো. আনিস মিয়াকে গ্রেফতার করে।
র্যাব ১৪-এর কোম্পানি অধিনায়ক আখের মুহম্মদ জয় বলেন, আনিসকে ময়মনসিংহের ঘুণ্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মুক্তাগাছা থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।