সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেফতার ১২
০৮ এপ্রিল, ২০২২, 5:08 PM

NL24 News
০৮ এপ্রিল, ২০২২, 5:08 PM

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেফতার ১২
নিজস্ব প্রতিনিধি : গোলের খালের মুখে নিষিদ্ধ বিষ প্রয়োগ করে মাছ শিকার চক্রের মূল হোতাসহ ১২ জনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
বাগেরহাটের সুন্দরবনের অভয়আশ্রম ঘোষিত চাঁদপাই রেঞ্জের জাপসি নদী এলাকার এ ঘটনাটা ঘটেছে ।
শুক্রবার সকালে তাদের কাছ থেকে ৬ বোতল মাছ মারার বিষ, ৪ টি জাল, ৫টি কাঠের নৌকা, ৫টি টর্চ লাইট ও বিষ দিয়ে শিকার করা ৪০০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, মো. সাদ্দাম বৈদ্য (২৭), মোঃ শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), মো. জাকির হোসেন (২৮), মো. খায়রুল মোড়ল (২৫), আ. সালাম গাজী (৩৬), মো. বাচ্চু সানা (৩৫), মো. আবু সাইদ সরদার (৩০), মো. নাজমুল সরদার (২৮), মো. আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫), মো. সালাম সানা(৩০) ও ইকরামুল সরদার (৩১)। এদের সবার বাড়ি খুলনা জেলার দাকোপ ও রূপসা উপজেলায়।
শুক্রবার বিকালে র্যাব ৬ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস করতে একটি চক্র খালে বিষ দিয়ে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৬-এর সদস্যরা শুক্রবার সকালে সুন্দরবনে অভিযানে নামে। র্যাব আভিযানিক দলটি চাঁদপাই রেঞ্জের জাপসি নদী এলাকার গোলের খালের মুখে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসয়ে তাদের ধাওয়া করে বিষ দিয়ে মাছ শিকার চক্রের মূল হোতাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।