সুনামগঞ্জে ঈদের আগের দিন দুপক্ষের সংঘর্ষ, নিহত ২
০৩ মে, ২০২২, 2:43 PM

NL24 News
০৩ মে, ২০২২, 2:43 PM

সুনামগঞ্জে ঈদের আগের দিন দুপক্ষের সংঘর্ষ, নিহত ২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৬) এবং অরুনা বেগম (৪০)।
এ ঘটনায় ফরিদের ভাই আবুল কালাম বাদী হয়ে ৩৯ জনকে আসামি করে রাতেই মামলা করেছেন বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার। স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনের পর থেকে উমেদ আলী এবং রহমান ও আবুল বাসার গ্রুপের লোকজনের বিরোধ চলে আসছে। সেই জেরে সোমবার দুপুরে ফরিদ মিয়ার চাচা কাশেম মিয়াকে রজব আলী, রাশিদ মিয়া, গোলাম হোসেন, আব্দুল মন্নাফরা মারধর করে। এ সময় ফরিদসহ কাশেমের স্বজনরা এগিয়ে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুপক্ষের ২০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ফরিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর অরুনা বেগমকে সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার জানান, এ ঘটনায় এক পক্ষ মামলা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।