সীতাকুণ্ডে প্রাইভেটকারের ওপর আঁচড়ে পড়লো কাভার্ডভ্যান, অলৌকিকভাবে বেঁচে গেলেন ৪ যাত্রী!
নিজস্ব সংবাদদাতা
০৫ আগস্ট, ২০২৩, 1:23 PM

নিজস্ব সংবাদদাতা
০৫ আগস্ট, ২০২৩, 1:23 PM

সীতাকুণ্ডে প্রাইভেটকারের ওপর আঁচড়ে পড়লো কাভার্ডভ্যান, অলৌকিকভাবে বেঁচে গেলেন ৪ যাত্রী!
সীতাকুণ্ডের বাংলাবাজার এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। এসময় অলৌকিকভাবে বেঁচে যায় দূর্ঘটনায় চাপা পড়া কারের যাত্রীরা!
আজ ( ৫ আগস্ট ) সকাল ১০:৩০ টার দিকে বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রেইলার ফোজদারহাঁট ক্যাডেট কলেজের সামনে উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়লে এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে ৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এরমধ্যে একটি ৪ বছরের শিশু ছিল ।
স্থানীয়সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ফৌজদারাহাট ক্যাডেট কলেজ গেইট এর সামনে এক স্কুলগামী ছাত্র প্রাইভেট কার এর সামনে দৌড় দিলে কার ব্রেক করে । এসময় পাশে থাকা কন্টেইনারবাহী লরি ও হাট ব্রেক করে । এতে লরিতে থাকা কন্টেইনারটি কার এর উপর পড়ে গিয়ে কার কে চাপা দেয় ।
এ সময় ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে তিনজনকে জীবিত উদ্ধার করে।
কারটি চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে হাটহাজারী যাচ্ছিল ।