ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
প্রিয়নবীর শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা পুলিশ কমিশনার মহোদয়ের গাজীপুরের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওলিয়াকেরামের মাজার শরীফে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন এর বিক্ষোভ মানববন্ধন

সীতাকুণ্ডের হযরত খাজা কালুশাহ (রহঃ) হেফজখানার ৫ শিক্ষার্থী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা'র চুড়ান্ত পর্যায়ে

#

নিজস্ব সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২৩,  7:12 PM

news image

সীতাকুণ্ড ( চট্টগ্রাম ) প্রতিনিধি :- এবার হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার ৫ শিক্ষার্থী ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-২৪ এর চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পেলেন । 

বুধবার ( ৮ নভেম্বর ) বিকালে ইশা-আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-২৪ এ হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার ৫ মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে ইয়েস কার্ড , ক্রেস্ট ও সাটিফিকেট পেয়েছেন এবং বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন ।

চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পাওয়া ৫ শিক্ষার্থী হলেন , ০১. আহমদ রেজা , পিতা-মুফতি মৌলানা আবু জাফর , ০২. মোহাম্মদ আব্দুর রউফ সিয়াম, পিতা-মৌলানা আব্দুল- হামিদ কালুবী, ০৩. মোহাম্মদ মিছবাহ উদ্দীন ফাহিম, পিতা-মাহমুদ মিয়া, ০৪. মোহম্মদ ইলহাম, পিতা-মোহাম্মদ আব্দুল ছবুর, ০৫.মোহাম্মদ রেজাউল মোস্তাফা, পিতা- মৌলানা মোহাম্মদ সামছুদ্দীন নঈমী ।

এই ৫ মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ে ঢাকায় অনুষ্ঠিতব্য ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-২৪ অংশগ্রহণের মাধ্যমে হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানাকে উচ্চশিখরে নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন শিক্ষক হাফেজ মুহাম্মদ মিছবাহ উদ্দীন ।

উল্লেখ্য যে, এর আগে গত মঙ্গলবার এই শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপ থেকে ৩য় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আহমদ রেজা, ২০পারা গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রউফ সিয়াম ও ৪র্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ মিসবাহ উদ্দিন ফাহিম এবং ৩০পারা গ্রুপ থেকে ৩য় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নাহিদুল ইসলাম।

হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, হাফেজ মুহাম্মদ আরমান ও হাফেজ মুহাম্মদ মিছবাহ উদ্দীন ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-২৪এ চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনীত হওয়া শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন। 

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল