সিলেটে গ্যাস সিলিন্ডারে দোকানে আগুন
০১ মার্চ, ২০২২, 10:04 AM

NL24 News
০১ মার্চ, ২০২২, 10:04 AM

সিলেটে গ্যাস সিলিন্ডারে দোকানে আগুন
নিজস্ব প্রতিনিধি : সিলেটে সোমবার রাত ১০টার দিকে বাবনা পয়েন্টসংলগ্ন এলাকার একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক সানাউল হক জানান, রাত ১০টার দিকে ওই দোকানে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর সাত ইউনিট আগুন নেভাতে কাজ করে। একটি এলপিজি গ্যাসের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে পাশের আরেকটি দোকান পুড়ে যায়। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা লরিতেও আগুন লাগে।
ফায়ার সার্ভিস সিলেটের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সাঈদ আহমদ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সার্বিক প্রচেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।