সিরাজগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
০৩ এপ্রিল, ২০২২, 2:11 PM

NL24 News
০৩ এপ্রিল, ২০২২, 2:11 PM

সিরাজগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের সদর উপজেলায় শনিবার ভোররাত ৪টায় সয়দাবাদ গ্রামস্থ বঙ্গবন্ধু সেতু পশ্চিম ফুড কর্নারের ৫০০ গজ পশ্চিমে ফাঁকা জায়গায় ঢাকা টু রাজশাহী মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
আটককৃত আসামী নওগা জেলার বদলগাছী থানার প্রধানকুন্ডি গ্রামের খলিল মন্ডলের ছেলে জাকির হোসেন ওরফে সাহেব (২০)।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এই মাদক কারবারি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।