সিরাজগঞ্জে বাস চাপায় এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু
০৪ মার্চ, ২০২২, 3:01 PM

NL24 News
০৪ মার্চ, ২০২২, 3:01 PM

সিরাজগঞ্জে বাস চাপায় এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জে শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায় যানবাহনের চাপায় রাইজুদ্দিন (৬৫) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ সকাল ১০টার দিকে সায়দাবাদ এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত এক পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান।
নিহত রাইজুদ্দিন সায়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের মৃত ময়দান শেখের ছেলে এবং দুখিয়াবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।