সাড়ে ৪০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
২৪ ফেব্রুয়ারি, ২০২২, 6:44 PM

NL24 News
২৪ ফেব্রুয়ারি, ২০২২, 6:44 PM

সাড়ে ৪০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : সাড়ে ৪০ লাখ টাকার হেরোইনসহ শাহাদাৎ হোসেন শাকিল (২৩) নামে এক মাদক কারবারিকে গাজীপুরের কালীগঞ্জে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে কালীগঞ্জ পৌরসভার পশ্চিম বালীগাঁও বড়বাড়ি গ্রাম থেকে তাকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। শাকিল ওই গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান খান জানান, শাকিলের কাছ থেকে ৪০ পুড়িয়া (৪০৫ গ্রাম) হেরোইন জব্দ করা হয়েছে; যার আনুমানিক মূল্য সাড়ে ৪০ লাখ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে দুপুরে শাকিলকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।