ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

সাতগাছিয়া দরবার শরীফে ১১দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স সম্পন্ন

#

নিজস্ব সংবাদদাতা

০৭ নভেম্বর, ২০২২,  7:58 PM

news image

মোরশেদ আলম, পটিয়াঃ-  সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে, আনজুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী(কঃ) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় ঐতিহাসিক ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স রবিবার (৬ নভেম্বর) পটিয়া হাইদগাও সাতগাছিয়া দরবার শরীফ বাইতুজ্জাকেরীন শাহী ময়দানে সম্পন্ন হয়েছে।

দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ) এর সভাপতিত্বে এতে বিশেষ মেহমান  হিসেবে উপস্হিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, শাহজাদা এস এম ফারুক মাইজভান্ডারি। 

 

মাহফিলে তকরির পেশ করেন মাওলানা মোঃ শাহজাদা ছৈয়দুল বারী (মাঃ) , মাওলানা আশেকুল বারী, মাওলানা এনাম রেজা আল কাদেরী, মাওলানা মোঃ রায়হান উদ্দিন জালালী, মাওলানা ফরিদুল আলম রিজভী, মাওলানা মাইনু্দ্দীন নুরী, মাওলানা হাফেজ মোঃ ফারুক, মাওলানা জয়নুল আবেদিন নয়ন সহ দেশবরেণ্য  ওলামায়ে কেরামগন। 

মাহফিলে আরো উপস্থিত ছিলেন আবদুল খালেক চেয়ারম্যান, ফজল আহাম্মদ সওদাগর, আবু তৈয়ব, ইন্জিনিয়ার জসীম উদ্দিন, আলহাজ্ব নুরুল ইসলাম, মোঃ এয়াছিন, সরোয়ার উদ্দীন, জয়নাল আবেদীন মেম্বার, আমান উল্লাহ আমিরী, কামাল উদ্দীন পারভেজ, কানুন উদ্দীন, নাজিম উদ্দীন, হারুনুর রশীদ, আবু নোমান, ফরমান চৌধুরী, আবদুল মান্নান, ইন্জিনিয়ার মোঃ ফারুক, জিয়া উদ্দিন এরশাদ ও জহিরুল ইসলাম জিসান প্রমুখ।

সমাপনী দিবসে ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহছুফি মাওলানা আবুল মকছুম মোঃ ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ)।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী