ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

সাতকানিয়ায় অবৈধ বালু জব্দ, লাখ টাকা জরিমানা

#

নিজস্ব সংবাদদাতা

০১ অক্টোবর, ২০২২,  11:13 PM

news image

মোরশেদ আলমঃ- চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ১০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। এছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ইদ্রিস নামের এক অবৈধ বালু উত্তোলনকারীকে।

গত শুক্রবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা জানান, দুপুরে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়ায় অবৈধভাবে তোলা ৪৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তবে সেখানে কাউকে পাওয়া না যাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়নি। অন্যদিকে উপজেলার পূর্ব নলুয়া ইউনিয়নের মোক্তিয়ারকুম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. ইদ্রিসের ছেলে  সৈয়দ নূর (৩১) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড করে ৬৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, সাতকানিয়া থানার এস.আই চন্দন কুমার রায় সহ অন্যান্য পুলিশ সদস্য।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল