নিজস্ব সংবাদদাতা
০১ অক্টোবর, ২০২২, 11:13 PM
সাতকানিয়ায় অবৈধ বালু জব্দ, লাখ টাকা জরিমানা
মোরশেদ আলমঃ- চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ১০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। এছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ইদ্রিস নামের এক অবৈধ বালু উত্তোলনকারীকে।
গত শুক্রবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা জানান, দুপুরে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়ায় অবৈধভাবে তোলা ৪৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তবে সেখানে কাউকে পাওয়া না যাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়নি। অন্যদিকে উপজেলার পূর্ব নলুয়া ইউনিয়নের মোক্তিয়ারকুম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. ইদ্রিসের ছেলে সৈয়দ নূর (৩১) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড করে ৬৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, সাতকানিয়া থানার এস.আই চন্দন কুমার রায় সহ অন্যান্য পুলিশ সদস্য।