ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

সহিংসতা ও ভোট বর্জনের মধ্যে দিয়ে শেষ হল আনোয়ারা নির্বাচন, চলছে ভোট গননা

#

নিজস্ব সংবাদদাতা

০৫ জানুয়ারি, ২০২২,  5:05 PM

news image
সহিংসতা ও ভোট বর্জনের মধ্যে দিয়ে শেষ হল আনোয়ারা নির্বাচন, চলছে ভোট গননা

রিয়াদ, আনোয়ারা প্রতিনিধি:- পঞ্চম ধাপে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে সহিংসতা ও ভোট বর্জনের মধ্যে দিয়ে। নির্বাচন শেষে এখন চলছে ভোট গননা।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচন শুরুর পর ভোট কারচুপি, ব্যালট পেপার ছিনতাই সহ নানা অনিয়ম এর প্রশ্ন তুলে বারশত, পরৈকোড়া ও হাইলধর ইউনিয়নে তিন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করে।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল, হামলা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ও ভোট জালিয়াতির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন বারশত ইউপির আমিনুল হক, পরৈকোড়া ইউপির নাজিম উদ্দীন সুজন ও হাইলধর ইউনিয়নের শেখ সোলায়মান। এর আগে নির্বাচনী সহিংসতায়  অংকুর দত্ত (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ১২টায় উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সে গুরুতর জখম হয়।

পরে আনোয়ারা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।নিহত অংকুর দত্ত সিংহরা গ্রামের নেপাল দত্তের ছেলে।

ভোট বর্জনের বিষয়ে বারশত ইউপির আনারস প্রতীকের আমিনুল হক অভিযোগ করে বলেন, ভোট গ্রহণের শুরু থেকে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি করেন। এছাড়া বহিরাগত লোকজন এনে আমার সমর্থকদের ওপর হামলা করেন ও ইউনিয়নের সব কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়। সকাল থেকে এতো বিশৃঙ্খলার ঘটনা ঘটে গেলেও প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি। এটি নির্বাচনের নামে তামাশা শুরু করেছে। এজন্য আমি ভোট বর্জন করেছি।

অন্যদিকে পরৈকোড়া ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দীন সুজন ও হাইলধর ইউনিয়নের আনারস প্রতীকের শেখ সোলায়মান একই অভিযোগ করেন৷

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী