ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

ভাইরাল ভিডিও নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ ইদ্রিস মিয়ার

#

নিজস্ব সংবাদদাতা

১৭ জুন, ২০২৫,  9:23 PM

news image

মোরশেদ আলম, পটিয়া(চট্টগ্রাম): চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, পুরো বক্তব্যের একটি খণ্ডিত অংশ তুলে ধরে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে।


এক বিবৃতিতে ইদ্রিস মিয়া বলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যেই বক্তব্য দেন, সেটি ছিল প্রায় ৮ মিনিট ১২ সেকেন্ড দীর্ঘ। সেখানে তিনি দলীয় ঐক্য, স্থানীয় সমস্যা, এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা বলেন। অথচ একটি পক্ষ কেবল ২১ সেকেন্ডের একটি অংশ ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


তিনি ব্যাখ্যা করে বলেন, “আমি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সহজ করে বোঝাতে চেয়েছি যে, প্রশাসনকে দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলা উচিত। এটি কোনোভাবেই প্রশাসনের বিরুদ্ধে কথা ছিল না। বরং আমি সবসময় প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছি।”


দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালীন তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি বলেও জানান ইদ্রিস মিয়া। বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে থেকেও প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন বলে জানান তিনি।
প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, “যদি কেউ জনগণের কথা না শোনেন, তাহলে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী সেই পদে অন্য কেউ আসবে—এটাই বাস্তবতা।”


ভিডিওটি ঘিরে যেসব বিভ্রান্তি তৈরি হয়েছে, তা তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র বলেই মনে করছেন ইদ্রিস মিয়া। তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।


উল্লেখ্য, এর আগে গত ১০ জুন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য প্রদান করেন।  তার এই বক্তব্য ৮মিনিট ১২ সেকেন্ডের হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ২১ সেকেন্ডের একটি খন্ডিত অংশ ভাইরাল হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী