সদরঘাটে লঞ্চে আগুন
২৭ মার্চ, ২০২২, 2:16 PM

NL24 News
২৭ মার্চ, ২০২২, 2:16 PM

সদরঘাটে লঞ্চে আগুন
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে রোববার সকাল ১০টা ৫২ মিনিটে মসজিদের পাশে অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাটে পৌঁছায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রী নামিয়ে ধোয়া মোছার কাজ করছিল লঞ্চের স্টাফরা। তখনই আগুন লাগে।
আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে লঞ্চে থাকা নিরাপত্তা সদস্য আব্দুল হাকিম যুগান্তরকে জানান, দোতলার কেবিন থেকে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে যায়।
তিনি বলেন, সকালে বরিশাল থেকে এসে যাত্রী নামিয়ে বেশিরভাগ স্টাফ ঘুমাচ্ছিলেন। বেশ কয়েকজন স্টাফ লঞ্চ ধোয়ামোছার কাজ করছিলেন। এসময় দোতলার কেবিন থেকে আগুন লাগে। লঞ্চের ইঞ্জিমরুমের কিছু হয়নি। সেখানে আগুন লাগেনি।