সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু
৩১ মার্চ, ২০২২, 11:30 AM

NL24 News
৩১ মার্চ, ২০২২, 11:30 AM

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : বুধবার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিন জন মারা গেছেন।
নিহতরা হলেন-উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। তাদের মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন ।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে নিহত তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। দ্রুত বেগে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আলমনগর বাজার এলাকার রাস্তার পাশে এক গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় তরা। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, সাব্বিরসহ বাকি দুজন কাঁচদহ নদী থেকে বালুর ঘাটে কাজ করতেন। বালুর ট্রাকের টাকা কালেকশন করে নবাবগঞ্জে ইজারাদারকে দিতে গিয়েছিলেন। টাকা দিয়ে ফেরার পথে মোটরসাইকেলে দ্রুত বেগে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, রাতে খবর পেয়ে নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।