সওজ’র গাফিলতিতে ডিভাইডার ভেঙ্গে পড়ে আছে মহাসড়কে!
নিজস্ব সংবাদদাতা
২১ ফেব্রুয়ারি, ২০২৩, 10:30 AM

নিজস্ব সংবাদদাতা
২১ ফেব্রুয়ারি, ২০২৩, 10:30 AM

সওজ’র গাফিলতিতে ডিভাইডার ভেঙ্গে পড়ে আছে মহাসড়কে!
মোরশেদ আলম:- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস ভাটিখাইন রাস্তার সম্মুখে ডিভাইডার ভেঙ্গে পড়ে আছে সপ্তাহ ধরে। ডিভাইডারটি পড়ে থাকার কারনে যেকোন মুহূর্তে হতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
সোমবার দুপুরে সরেজমীনে গিয়ে দেখা যায়, কক্সবাজার প্রান্ত থেকে ছেড়ে আসা সকল যানবাহনকে এই ডিবাইডারটির কারনে বেগ পেতে হচ্ছে যানবাহনকে।
স্থানীয় আব্দুর রাজ্জাক জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ব্যস্ততম পটিয়া বাইপাস সড়কটি যাবাহন চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যানবাহন। সড়কে ডিভাইডার ভেঙ্গে রাস্তার মাঝখানে পড়ে থাকলেও সড়ক ও জনপদ বিভাগ এটি সরিয়ে নেইনি। বাইপাস সড়কটি নিয়ে জনগনের মনে রয়েছে আতংকের চাপ। সড়কটি উদ্বোধনের পর থেকেই কেঁড়ে নিয়েছে অনেক মানুষের প্রাণ।
তিনি আরো বলেন, দৌড় পাল্লার যে সমস্ত গাড়ি প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেনা সে গাড়ি গুলো রাতের বেলা এই ডিবাইডারটি খেয়াল না করলে বড় ধরনের দূর্ঘটনা হওয়ার আশংখা রয়েছে।
শ্যামলী বাস পরিবহনের চালক মো. সেলিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মহাসড়কে এই রকম ডিভাইডার ভেঙ্গে পড়ে থাকলে রাতে যানবাহন চলাচলে চরম বেগ পেতে হয় গাড়ি চালকদের। ভেঙ্গে পড়া ডিভাইডারটি না সরালে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংখা প্রকাশ করছেন তিনি।
এই বিষয়ে জানতে দোহাজারি সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌলশী সুমন সিংহ কে ফোন কল করা হলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলেন। দেখে ব্যবস্থা গ্রহণ করবেন।