আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর, ২০২৪, 11:28 AM
সংখ্যালঘুদের ভারতে পালানোর দাবি অতিরঞ্জিত: দ্য হিন্দু
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতার কারণে সংখ্যালঘুরা দলে দলে ভারতে পালিয়ে যাচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। তবে ভারতের শীর্ষ সংবাদমাধ্যম দ্য হিন্দু এ দাবি নাকচ করে দিয়েছে।
দ্য হিন্দুর রবিবারের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী বা ত্যাগকারী অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। ছয় বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বিষয়ে প্রচারিত অনেক খবর অতিরঞ্জিত।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১ হাজার ৩৯৩ জন বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে, জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত, শেখ হাসিনার সরকারের পতনের আগে ১ হাজার ১৪৪ জনকে আটক করা হয়েছিল। এ তথ্য থেকে স্পষ্ট, সরকার পরিবর্তনের পর হাজার হাজার সংখ্যালঘু ভারতে পালিয়ে যাওয়ার খবর সঠিক নয়।
চলতি বছরে বিএসএফ সীমান্ত পাড়ি দেওয়ার সময় মোট ৩ হাজার ৯০৭ জনকে আটক করেছে। যার মধ্যে বাংলাদেশি ও ভারতীয় উভয়েই রয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৫ হাজার ৯৫ জন।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিয়ে প্রচারিত একাধিক তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো অতিরঞ্জিত তথ্য প্রকাশ করতে শুরু করে।