ঢাকা ০৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, লন্ডনে মির্জা ফখরুল মুন্নী সাহার ব্যাংকে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা মুন্নী সাহার ব্যাংকে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা সামরিক আইন জারি করেও প্রত্যাহার, যে কারণে পিছু হটে দ. কোরিয়ার সরকার ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা মন্দিরের ভিডিওটি বর্ধমানের, বাংলাদেশের নয়: রিউমার স্ক্যানার লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ১৫ আগস্ট ছুটি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সংখ্যালঘুদের ভারতে পালানোর দাবি অতিরঞ্জিত: দ্য হিন্দু

লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৪,  11:36 AM

news image
ছবি: সংগৃহীত

ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন গিভি এ নির্দেশ দেন। 

বেন গিভির জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করতে পারবে। 

এক্সে করা একটি পোস্টে এই মন্ত্রী বলেন, ‘তিনি নীতিটি চালু করতে ‘গর্বিত’। এর ফলে ‘মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরাইলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে।’

এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন তবে ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে লিখেছেন, ‘বেন গিভির ইসরাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না।’

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ‘বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।’

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল