ঢাকা ০৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, লন্ডনে মির্জা ফখরুল মুন্নী সাহার ব্যাংকে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা মুন্নী সাহার ব্যাংকে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা সামরিক আইন জারি করেও প্রত্যাহার, যে কারণে পিছু হটে দ. কোরিয়ার সরকার ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা মন্দিরের ভিডিওটি বর্ধমানের, বাংলাদেশের নয়: রিউমার স্ক্যানার লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ১৫ আগস্ট ছুটি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সংখ্যালঘুদের ভারতে পালানোর দাবি অতিরঞ্জিত: দ্য হিন্দু

বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৪,  10:03 AM

news image
ছবি: সংগৃহীত

চলতি বছরের বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। আজ ৩ ডিসেম্বর এ তালিকা প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। তালিকার মধ্যে অন্যতম মহাকাশে আটকা পড়া মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রে ও অ্যালিসন ফেলিক্স, সঙ্গীত শিল্পী রায়ে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, ভিজ্যুয়াল আর্টিস্ট ট্রেসি এমিন, জলবায়ু কর্মী আডেনিকে ওলাডোসু রিভার ও লেখক ক্রিস্টিনা রিভার গার্জা।

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় আছেন– বাংলাদেশের রিক্তা আক্তার বানু। রিক্তা একজন নার্স, তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন।

বাংলাদেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চলে নার্স রিক্তা আক্তার বানুর বাড়ি। সেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। রিক্তার নিজের মেয়ে অটিস্টিক ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত। মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে তাকে ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ। এরপর নিজের জমি বিক্রি করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন রিক্তা।

রিক্তা আক্তার বানুর লার্নিং ডিসেবিলিটি স্কুলে এখন ৩০০ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটি শুরুতে অটিস্টিক বা শেখার অক্ষমতা আছে এমন শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হলেও এখন বিভিন্ন বুদ্ধিবৃত্তিক এবং শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন শিশু শিক্ষার্থীদের পড়ানো যায়। রিক্তার এই উদ্যোগ প্রতিবন্ধীদের বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।


logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল