শোভনদন্ডীতে আতংকে এক পরিবার- আসামীরা অধরা
নিজস্ব সংবাদদাতা
০৫ জুন, ২০২৩, 11:34 AM

নিজস্ব সংবাদদাতা
০৫ জুন, ২০২৩, 11:34 AM

শোভনদন্ডীতে আতংকে এক পরিবার- আসামীরা অধরা
পটিয়া প্রতিনিধি:-চটগ্রামের পটিয়া শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামে এক ভুক্তভোগী পরিবারকে আসামীরা মামলা নামিয়ে নিতে প্রকাশ্যে এসে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলার এজাহারনামীয় আসামীদের পুলিশ গ্রেফতার করতে না পারায় বেপরোয়া হয়ে বিভিন্নভাবে হত্যার হুমকি ও দিচ্ছে বলে ভুক্তভোগী পরিবার জানান। এমন অবস্থায় নিরুপায় হয় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, গত ২৩মে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে পাওনা টাকা খুজতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে গুরতর আহত হয় মো. মিজান। এ ঘটনায় মামলা হলে দুই থেকে তিন দিন ঘা ডাকা দেই এজারনামীয় মামলার আসামী সিরাজুল ইসলাম, তুষার, আলভি ও শারমিন আকতার। কিন্তু তারা প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে এসে মামলা তুলে নিতে বাধ্যে করছে।
এবিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বিএনপি রাজনীতির সাথে জড়িত থেকেও তারা এলাকায় প্রভাব বিস্তার করে অন্যায় ও পৈশাচিক কর্মকান্ডে লিপ্ত আছে। আমাকে তারা ধারালো কিরিচ দিয়ে কুপিয়েছিল। আল্লাহ রহমত আমি এখনো বেচে আছি। তিনি বলেন, তার পরিবারের কোনো সদস্য ঘরের বাইরে গেলে তাদের ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে। আসামীদের মধ্যে দুই জন কিশোর গ্যাংয়ের লিডার বলেও জানান তিনি।
তার পরিবার যাতে নিরাপদ থাকে তার জন্য আসামীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি জোরদাবি জানিয়েছেন।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে পটিয়া থানা পুলিশ তৎপর রয়েছে।