শোক দিবসে ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দামের পক্ষ থেকে এতিমদের মাঝে টিফিন বিতরণ
১৬ আগস্ট, ২০২৩, 9:29 PM

NL24 News
১৬ আগস্ট, ২০২৩, 9:29 PM

শোক দিবসে ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দামের পক্ষ থেকে এতিমদের মাঝে টিফিন বিতরণ
তাফহীমুল আনাম আরিয়ান :
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশে দোয়া মাহফিল ও শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেছেন কক্সবাজার পলিটেকনিক ছাত্রলীগ নেতা শাহরিয়ার নুর।
বুধবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে রামু উপজেলার বাইপাস এলাকার এতিমখানায় এ আয়োজন করা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে এতিম শিক্ষার্থীদের জন্য টিফিনের আয়োজন করা হয়।
বক্তব্যে ছাত্রনেতা শাহরিয়ার নুর বলেন, দীর্ঘ ১৫ বছর নিজের জীবনকে বাজি রেখে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশে একটি অরাজকতা সৃষ্টি করবে একটি মহল। তারা সারা বছর কোনো কিছু করতে সাহস পায় না। নির্বাচনের সময় আসলেই দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে বসে সরকারের নামে বানোয়াট রচনা তৈরি করে। আমরা বঙ্গবন্ধুর সৈনিক ও শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী থাকতে এমন ষড়যন্ত্র করতে দিতে পারি না।