ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

শোকদিবস উপলক্ষে ধলঘাটা হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

#

২৯ আগস্ট, ২০২৩,  3:06 PM

news image

ইয়াছিন আরাফাত, মহেশখালী থেকে:

কক্সবাজার মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের গতকাল ২৮শে আগষ্ট সোমবার সকাল ১০টার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ধলঘাটার হোছাইনিয়া বদরুল উলুম দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষের উদ্যোগে মাদ্রাসার হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও " বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী "-বই বিতরণ কর্মসূচী উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, " বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি তিতুমীর কলেজ শাখার " সাংগঠনিক সম্পাদক জনাব শাকিব নুর। তিনি শিক্ষার্থীদের মাঝে " বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী "বই বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষা, অর্থনীতি সর্বোপরি একটি দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ এবং অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, 'স্বল্প সময়ে বঙ্গবন্ধু বন্যা, খরা, দারিদ্র্য এমন নানা অপবাদপ্রাপ্ত দেশটিকে অপবাদ থেকে মুক্ত করে বিশ্বের মাঝে মর্যাদাসম্পন্ন উন্নত একটি দেশের স্বপ্ন তিঁনি দেখেন। আর এ স্বপ্ন দেখার অপরাধে তাঁকে ১৫ই আগস্টে দেশী-বিদেশী নানা জায়গার নানান কোয়ার্টারের লোকজন সম্মিলিত ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেন।

তিনি আরো বলেন 'সবচেয়ে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি বঙ্গবন্ধুর মতো একজন নেতা পাওয়ার পর ও তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি নাই।

তিনি বলেন 'বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ, প্রতিজ্ঞা, সাহস, একাগ্রতা, দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মত্যাগকে সাধারণ শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াস থেকে "বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী"-বইটি বিতরণ। তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের সবাইকে বইটি পড়ার প্রতি আহ্বান জানান। বইটি পড়ার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।

তিনি  বর্তমান বিরোধি দল বিএনপিএবং জামায়েত সম্পর্কে বলেন কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে দেশে বিভিন্ন নাশকতা সৃষ্টি করে এই বিপদগামী লোকদের কাছ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দুরে থাকার আহবান জানান, এবং তাদেরকে যেন প্রতিহত করতে পারে সে দিকে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী