শেরপুরে বন্যায় নিহত ৯, নেত্রকোণায় পরিস্থিতির অবনতি
নিজস্ব সংবাদদাতা
০৮ অক্টোবর, ২০২৪, 10:12 AM

নিজস্ব সংবাদদাতা
০৮ অক্টোবর, ২০২৪, 10:12 AM

শেরপুরে বন্যায় নিহত ৯, নেত্রকোণায় পরিস্থিতির অবনতি
ময়মনসিংহ ও শেরপুরে পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করলেও, নেত্রকোণায় পরিস্থিতি এখনও খারাপের দিকে যাচ্ছে। এতে দুর্ভোগ কমছে না স্থানীয় বাসিন্দাদের।
শেরপুরে বন্যার পানিতে ডুবে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝিনাইগাতী, নালিতাবাড়ী, শ্রীবরদী উপজেলায় পানির স্তর কমতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বেড়েছে। জেলার পাঁচ উপজেলায় দেড় লাখেরও বেশি মানুষ জলমগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে আশ্রয়কেন্দ্রে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে পুকুরের মাছ ভেসে গেছে এবং ৫২ হাজার হেক্টর জমির আমন ধান পানিতে ডুবে গেছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
এদিকে, নেত্রকোণায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে, পাশাপাশি কংশ নদীর পানিও বাড়ছে। এর ফলে দুর্গাপুর ও কলমাকান্দাসহ পাঁচ উপজেলার দেড়শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে আছেন, আর পানির তোড়ে ভেসে গেছে ফসলের মাঠ ও মাছের ঘের।