শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ - মুহাম্মদ বদিউল আলম।
নিজস্ব সংবাদদাতা
০৩ মার্চ, ২০২৩, 9:27 PM

নিজস্ব সংবাদদাতা
০৩ মার্চ, ২০২৩, 9:27 PM

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ - মুহাম্মদ বদিউল আলম।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তর করতে কাজ চলছে। যা আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে হুলাইন গ্রামে নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম এ কথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা। পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা যুবলীগ নেতা রিটন বড়ুয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ লালু, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মুছা, আবদুল খালেক, আবু বক্কর, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, মো. সাইফুল ইসলাম জুয়েল, আবু তৈয়ব, টিপু বিশ্বাস, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা আতিক হাসান, আশরাফুল আলম প্রমুখ।