রোববার সকালে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পটিয়া কর্তৃক আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
পটিয়া শ্রমিক লীগ নেতা জামশেদ আলমের সভাপতিত্বে ও শ্রমিক লীগ নেতা খোরশেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগ নেতা এমরান, সাইফুদ্দীন ভোলা, ওবাইদুল হক, মোঃ ইমরান, জাগির হোসেন, যুবলীগ নেতা আজিজুল হক মানিক, তৌহিদুল আলম জুয়েল, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম জুয়েল, আবদুল আল মণি, মোঃ ইয়াকুব, শ্রমিক লীগ নেতা রিকু, মোঃ বেলাল উদ্দিন, মোঃ রহিম, মোঃ খালেদ, ছোটন রাফি, সোহেল প্রমূখ।
সমাবেশে বদিউল আলম আরো বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। শ্রমিকেরাই এদেশের প্রাণশক্তি, শ্রমিকদের ঘামে গড়ে ওঠে অর্থনৈতিক ভিত। কিন্তু অনেক জায়গায় দেখা যায়, সকল সংকটে শ্রমিকেরাই থাকে সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের সুখে দুঃখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার কেউ হরণ করতে চাইলে তাদের বিরুদ্ধে সকল শ্রমিক কে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে অধিকার আদায়ে মহান মে দিবসের চেতনায় সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান তিনি।