শেখ হাসিনার নেতৃত্বে হবে স্মার্ট বাংলাদেশ-মোতাহেরুল ইসলাম এমপি
নিজস্ব সংবাদদাতা
১১ মার্চ, ২০২৪, 10:41 PM

নিজস্ব সংবাদদাতা
১১ মার্চ, ২০২৪, 10:41 PM

শেখ হাসিনার নেতৃত্বে হবে স্মার্ট বাংলাদেশ-মোতাহেরুল ইসলাম এমপি
মোরশেদ আলম:- চট্টগ্রাম -১২ পটিয়ার সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা হবে। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা হয়েছে। শেখ হাসিনা সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর একটি নাম। তাঁর নেতৃত্বে দেশে উন্নয়ন কাজ দ্রুত গতিতে চলছে।
সোমবার (১১ মার্চ) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঊনাইনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বীরমুক্তিযোদ্ধা এমএ খালেক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি উপরোক্ত কথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক প্রণব বড়ুয়া অর্নবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন এমএ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম,দক্ষিণ জেলা আলীগের সদস্য নাছির উদ্দিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোরশেদ উল্লাহ, আ’লীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, সবুজ বড়ুয়া সাজু, সহকারী শিক্ষা অফিসার জিশা চাকমা, প্রধান শিক্ষক উদয়ন কুমার বড়ুয়া, মিলিন্দরাজ চৌধুরী, মো. সৈয়দ চৌধুরী, খোকন শাহ, নয়ন বড়ুয়া, নিত্যময় চৌধুরী, জনপ্রিয় বড়–য়া। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক প্রবন বড়ুয়া।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক শিক্ষাবৃত্তি, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি পুরস্কার বিতরণ করেন।