ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
ইউক্রেন সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দিল্লির মতো ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ কমিশনের আলী আকবর মিন্টু পুলিশের জালে বিয়ের অনুষ্ঠানে প্রতিপক্ষের গুলিতে বাবা-ছেলে গুলিবিদ্ধ মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য সমালোচনা করলে অনেক উপদেষ্টা খেপে যান: রিজভী ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিলেন ব্রিটেনের সাবেক এমপি দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে ইদ্রিস মিয়া মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব

শূন্যপদে বদলির সুযোগ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

#

নিজস্ব সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৪,  11:18 AM

news image
ছবি: সংগৃহীত

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ইনডেক্সধারী শিক্ষকরা এবার শূন্যপদের বিপরীতে বদলির সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় রবিবার (২৭ অক্টোবর) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “শিক্ষকদের জন্য একটি সফ্টওয়্যার-ভিত্তিক মানদণ্ড নির্ধারণ করে বদলির ব্যবস্থা চালু করা হবে। এই মানদণ্ডে শিক্ষকদের জ্যেষ্ঠতা, নিজ জেলার দূরত্ব এবং লিঙ্গের মতো বিষয় বিবেচনা করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রজ্ঞাপন প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

এটি একটি ব্যয়হীন উদ্যোগ। স্বল্প বেতনের শিক্ষকদের জন্য দীর্ঘদিনের দুর্দশার সমাধান করতে সহায়তা করবে জানিয়ে শিক্ষা উপদেষ্টা আরও বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে এটি আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে। ২০১৫ সালে কেন্দ্রীভূত নিয়োগ ব্যবস্থা চালুর পর থেকেই এ নিয়ে ভাবনা ছিল।”

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে, এনটিআরসিএ’র নিয়োগ পরিপত্র অনুযায়ী ইনডেক্সধারী শিক্ষকরা মেধা তালিকা অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন। তবে ২০১৫ সালের পর থেকে বিশেষ কিছু শর্তের কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। এতে অনেকে তাদের নিজ এলাকায় চাকরির সুযোগ হারান। এবারের সিদ্ধান্তে এমপিওভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকে বদলির জন্য আবেদন করতে পারবেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী