সংবাদ শিরোনাম
শাহচান্দ আউলিয়া দরবার শরীফের ৯৫ তম ওরস শরীফ মঙ্গলবার
১৯ ফেব্রুয়ারি, ২০২৩, 3:52 AM

NL24 News
১৯ ফেব্রুয়ারি, ২০২৩, 3:52 AM

শাহচান্দ আউলিয়া দরবার শরীফের ৯৫ তম ওরস শরীফ মঙ্গলবার
এম হেলাল উদ্দিন নিরব :: দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় বার আউলিয়ার অন্যতম, সুলতানুল আউলিয়া বুরহানুল আছফিয়া হযরত শাহচান্দ আউলিয়া (রাহঃ) বার্ষিক ওরস মোবারক ও হযরত শাহচান্দ আউলিয়া কামিল ( এম এ স্নাতকোত্তর) মাদ্রাসার ৯৫ তম বার্ষিক সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) আগামী ২১ শে ফ্রেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
হযরত শাহচান্দ আউলিয়া (রাহঃ) ৯৫ তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে পাঞ্জেগানা নামাজ আদায়ের মধ্যে দিয়ে খতমে কুরআন, খতমে খাজেগান,খতমে গাউসিয়া শরীফসহ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে দাওয়াত করেছে মাহফিল পরিচালনা কমিটি।
এদিকে ২০ ফ্রেব্রুয়ারী শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী সংগঠন যুন-নুরাইন ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে সারারাত ব্যাপী বাংলাদেশের দুর- দুরান্ত খেকে আসা ইসলামিক সংগীতশিল্পীদের মাধ্যমে নাত রাসুল (সাঃ) কনসার্ট অনুষ্ঠিত হবে।
এসময় ওয়াজ মাহফিল ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম ১২ আসনের মাননীয় সংসদ ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র মুহাম্মদ আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ,ওরস কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদুল আলম, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল প্রমুখ।
সম্পর্কিত