শামসুজ্জামানের মুক্তির দাবিতে কক্সবাজারে সাংবাদিকদের মৌন কর্মসূচি
৩১ মার্চ, ২০২৩, 11:40 PM

NL24 News
৩১ মার্চ, ২০২৩, 11:40 PM

শামসুজ্জামানের মুক্তির দাবিতে কক্সবাজারে সাংবাদিকদের মৌন কর্মসূচি
কক্সবাজার অফিস
কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে মৌন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। শুক্রবার বিকেলে কক্সবাজার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে
কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে মৌন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চেয়ে কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে মৌন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা।
‘কক্সবাজারের সংক্ষুব্ধ সাংবাদিকবৃন্দ’–এর ব্যানারে শুক্রবার বিকেলে কক্সবাজার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিকেরা শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করে ফেস্টুন নিয়ে দাঁড়ান।
এ সময় সাংবাদিকেরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সাংবাদিকতা অপরাধ নয়, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ। সাংবাদিককে মধ্যরাতে তুলে নেওয়া চলবে না।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে শামসুজ্জামানের মুক্তি ও মতিউর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকেরা। এতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি তৌফিক লিপু, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি, দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি আরফাতুল মজিদ, চ্যানেল২৪–এর জেলা প্রতিনিধি আজিম নিহাদ, দেশ টিভির জেলা প্রতিনিধি সৌরভ দেব, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান।