শাপলা কুঁড়ির আসরের পুনর্মিলনী অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা
৩০ ডিসেম্বর, ২০২২, 10:04 PM

নিজস্ব সংবাদদাতা
৩০ ডিসেম্বর, ২০২২, 10:04 PM

শাপলা কুঁড়ির আসরের পুনর্মিলনী অনুষ্ঠিত
জাতীয় শিশু-কিশোর সংগঠন শাপলা কুঁড়ির আসরের পুনর্মিলনী- ২০২২ শুক্রবার ঢাকাস্থ কচি কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
তৎকালীন যুবনেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, দৈনিক বাংলার বাণী ও বাংলাদেশ টাইমসের প্রতিষ্ঠাতা সম্পাদক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক শেখ ফজলুল হক মনি’র হাতে গড়া সংগঠন শাপলা কুঁড়ি আসর এর সদস্যরা স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে দিনটিকে উদযাপন করেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের সভাপতি পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, চট্টগ্রাম মহানগর শাপলা কুঁড়ি আসরের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, শামসুজ্জোহা সরকার (শাহিন) কেন্দ্রীয় সদস্য আলী আহমদ চৌধুরী সোহেল।
আসরের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল হক যাযাবর স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডুয়েট ভিসি প্রফেসর ড. হাবিবুর রহমান, কবি-কলামিস্ট ও উন্নয়ন কর্মী, আসরের সাবেক সাধারণ সম্পাদক সায়েদুল আরেফিন,পটিয়া পৌরসভা শাপলা কুঁড়ির আসরের সভাপতি নাঈম উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বাঙালি সংস্কৃতির বিকাশের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সুনাগরিক হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে আহ্বান জানান।