ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

শশী আক্তার শাহীনার নেতৃত্বে খিলক্ষেতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

#

২১ ফেব্রুয়ারি, ২০২২,  4:18 PM

news image

নিজস্ব প্রতিবেদকঃ আজ অমর একুশে, রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে পাওয়া রাষ্ট্রভাষা প্রাপ্তির দিন, মহান শহীদ দিবস। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক,সালাম, বরকত, সফিউর জব্বারসহ অনেকে। একুশের প্রথম প্রহর থেকেই সারাদেশ কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে।দেশের সব জেলা উপজেলা থানা পর্যায়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শ‌হীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারগুলোতে ছিল হাজারও মানুষেল ঢল। এসময় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ফুল দিয়ে শহীদদের গভীর শ্রদ্ধা জানান। রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

খিলক্ষেত থানা মহিলা আাওয়ামীলীগ নেত্রী শশী আক্তার শাহীনার নেতৃত্বে শত শত নারীরা মিছিল শোভাযাত্রাসহ কুর্মিটোলা স্কুল মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসুচী পালন করেন তিনি।এ সময় শশী আক্তার শাহীনার নেতৃত্বে শত শত নেতা কর্মীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন,খিলক্ষেত থানা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী সালমা,খিলক্ষেত থানা আওয়ামীলিগের মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম,খিলক্ষেত থানা আওয়ামীলিগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক সুমি আক্তার, খিলক্ষেত থানা আওয়ামীলিগের সদস্য শ্রমিকলীগের সাধারন সম্পাদক ফাতেমা আক্তার,খিলক্ষেত থানা মহিলা আওয়ামীলীগের সদস্য জাহানারা আক্তার,খিলক্ষেত থানা মহিলা আওয়ামীলীগের সদস্য কুসুম কলি,ইয়সমিন, তাসলিমা, ঢকা-মহানগর উত্তর ৯৬ নং ওয়ার্ড  মহিলা আওয়ামীলীগের সমাজকল্যান সম্পাদক নাসিমা আক্তার, খিলক্ষেত থানা মহিলা আওয়ামীলীগের সদস্য হাসনা বেগম, ৯৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আমিনুল ইসলাম।

খিলক্ষেত থানা মহিলা আাওয়ামীলীগ নেত্রী শশী আক্তার শাহীনা তার বক্তব্যে বলেন, "আজ থেকে  ৭০ বছর আগের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে অকুতোভয় বীর সন্তানরা নেমে এসেছিলেন রাজপথে।বুকের তাজা রক্তে বসন্তের রাঙা ফুলের মতোই রাঙিয়ে দিয়েছিলেন ঢাকার রাজপথ। মাতৃভাষার দাবিতে আত্মদানের এক অভূতপূর্ব অধ্যায় সেদিন সংযোজিত হয়েছিল মানব ইতিহাসে। আজ সোমবার সেই অনন্য স্মৃতিধন্য দিন, আত্মদানের গৌরবের দিন। আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"।  

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে এ দেশের রাষ্ট্রভাষার দাবিতে এক কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, জব্বার, বরকত, শফিক। তাঁদের রক্তের পথ বেয়ে বাংলা এ দেশের রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়।  

বাংলা ভাষার জন্য আত্মত্যাগের দিনটির স্বীকৃতি এখন বিশ্বজুড়েই। ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির পর প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্বেই পালন করা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী