শরীয়তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
১৫ ফেব্রুয়ারি, ২০২২, 1:11 PM

NL24 News
১৫ ফেব্রুয়ারি, ২০২২, 1:11 PM

শরীয়তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
আগুনে পুড়ে আব্দুল জব্বার বিটু ট্রেডাস, আল-আমিন ট্রেডার্স, সোয়ান কবিরাজের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে বলে জানান ফায়ার সার্ভিসের শরীয়তপুর উপপরিচালক সেলিম রেজা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে বাসায় যায়। ভোরে হঠাৎ আগুনের ফুলকা দেখতে পায় ভ্যান চালকরা। তারা দ্রুত স্থানীয় ও ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং স্থানীয়রা বালতি নিয়ে আগুন নেভাতে কাজে নামে।
এক ঘণ্টা পর গোসাইরহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। পরে তাদের সঙ্গে ডামুড্যার ফায়ার সার্ভিস একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি মুদি দোকান, একটি আলু, পেঁয়াজের আড়ৎ পুড়ে যায় ও পাশে থাকা ওষুধের ফার্মেসির কিছু অংশ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক সেলিম মিয়া বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।