শরীয়তপুরে ছেলের সামনেই মাকে গলা টিপে হত্যা
নিজস্ব সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি, ২০২২, 2:10 PM

নিজস্ব সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি, ২০২২, 2:10 PM

শরীয়তপুরে ছেলের সামনেই মাকে গলা টিপে হত্যা
নিজিস্ব প্রতিনিধি : শরীয়তপুর সখিপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলে সোহানের (১২) সামনেই স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রুবেল হাসানের বিরুদ্ধে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি সখিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সরদার কান্দি এলাকার মালেক মুন্সির মেয়ে শাহানাজ বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রুবেল শাহানাজকে না জানিয়ে আরেকটি বিয়ে করে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সখিপুর বেড়াতে যান তারা। পরে সন্ধ্যায় তারা সখিপুরের মোল্লা কান্দি বিলের পাশ দিয়ে হেঁটে নদীপাড় আসছিলেন। পথে রুবেল শাহানাজের গলা টিপে হত্যা করে। এ সময় এটা দেখে ছেলে সোহান চিৎকার করতে করতে দৌড় দেয়। পরে রুবেল তার ছোট মেয়েকে কোলে নিয়ে চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ওড়না পেঁচানো অবস্থায় শাহানাজের মরদেহ উদ্ধার করে।
শাহানাজের ছেলে সোহান বলেন, বাবা আর মা মাঝে-মধ্যেই বাসায় ঝগড়া করত। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আমরা নানার বাড়ি বেড়াতে এসেছিলাম। পরে সন্ধ্যায় বাড়ি যাওয়ার জন্য আমরা বের হই। এ সময় বিল বরাবর আসলে বাবা আমার মায়ের গলা চেপে ধরে হত্যা করে। আমি ভয়ে দৌড় দেই। বাবা বোনকে নিয়ে গেছে। বাবা মাকে হত্যা করেছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তবে নিহতের স্বামী পলাতক রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।