ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

লাশের সন্ধানে ফের দুর্গম পাহাড়ে পিবিআই

#

নিজস্ব সংবাদদাতা

০২ জুন, ২০২২,  11:47 PM

news image

মোরশেদ আলম, পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় অপহরণের পর হত্যা ও গুম হওয়া গাড়ি চালক মোসলেম উদ্দিনের লাশের সন্ধানে ফের দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।

বৃহস্পতিবার দুপুর থেকে চলা ৫ ঘন্টার এ অভিযানে নেতৃত্ব দেন পিবিআইয়ের মামলার তদন্ত কর্মকর্তা পরিতষ। দীর্ঘ ৪ ঘন্টা খোঁজার পর ও লাশের কোন সন্ধান না পাওয়ায় ২য় বারের মত নিষ্ফলা যায় এই অভিযান।

জানা যায়, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের পটিয়া থেকে একটি সন্ত্রাসী গ্রুপ পিকআপ চালক মোসলেমকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

 এ ঘটনায় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারী অপহৃতের বড় ভাই আবু তাহের বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পটিয়া থানা পুলিশ মামলার কোনো সুরাহা করতে না পারলে তদন্তভার পায় পিবিআই।

ওই হত্যা মামলার ১জন আসামীকে ২০২১ সালে এবং ২০২২ সালের শুরুর দিকে আরো ৪ জন সহ মোট ৫ আসামীকে আটক করে পিবিআই। পরে তাদের নিয়েই পিবিআই লাশ উদ্ধারের অভিযানে নামে। আটককৃত আসামীরা হলেন, উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলিচিয়া গ্রামের মো.সুমন, তাহের, হাইদগাও ইউণিয়নের মো. রহিম, বান্দরবান এলাকার রাম থং চঙ্গা (৩৫) ও কমলাছড়ি এলাকার পরিমল থং চঙ্গা (৪০)।

পিবিআইয়ের মামলার তদন্ত কর্মকর্তা পরিতষ বলেন, ‘চন্দনাইশের ধোপাছড়ি থেকে এই মামলার ২ আসামী, উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন থেকে ২ আসামী ও উপজেলার হাইদগাও ইউনিয়ন থেকে আরো ১ আসামীকে পিবিআই গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি অংশ নেয়ার পাশাপাশি লাশ গুমের কথা স্বীকার করে। এরপরই আমরা তাদের নিয়ে লাশ উদ্ধারের জন্য দুর্গম এই এলাকায় যায়। 

এর আগে অভিযানে কোনো ফলাফল না পাওয়ায় ফের গুমের রহস্য উদঘাটন করে লাশ উদ্ধারের জন্য আমাদের অভিযান চলছে।’

তিনি জানান, আটককৃত আসামীরা প্রত্যেকেই ১৬৪ ধারায়  জবানবন্ধি দিয়েছে। তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। খুব শীগ্রই মামলার নিষ্পত্তি করে সবার সামনে ট্রাক চালক মোসলেম উদ্দিনের গুমের রহস্য উন্মোচন করা হবে।

মোসলেমের ভাই আবু তাহের জানান, ১০ লাখ টাকার জন্য পাহাড়ি সন্ত্রাসী গ্রুপটি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার ভাই মোসলেম নামাজ দোয়া ছাড়া কখনো ভাত খেতেন না। যে সন্ত্রাসীদের গ্রেফতার করেছে তাদের ফাসিতে ঝোলানোর জন্য প্রশাসনের প্রতি তিনি আহবান জানান। 

গত কয়েক মাস আগেও এই এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছিল।

এদিকে, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার কারণে পুরো এলাকাটি পাহাড়ি সন্ত্রাসীদের অপহরণ রাজ্য বলে দাবী করেছে স্থানীয়দের। 

পটিয়ার সীমান্তবর্তী হাইদগাঁও থেকে ২০ টির বেশি ছোট-বড় পাহাড়, ৪ টি বড় পাহাড়ি ঝিরি এবং গহীন বন পেরিয়ে পৌঁছাতে পাহাড়ি সন্ত্রাসীদের এ আস্তানায়। যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো নজরদারি নেই বললেই চলে।

এছাড়াও উপজেলার কেলিশহর, কচুয়াই, খরনা ও শ্রীমাই এলাকায় প্রতিনিয়ত ঘটছে অপহরণের ঘটনা। সর্বশেষ গত সপ্তাহে কেলিশহর ইউনিয়নের বোয়ালখালী সীমান্তবর্তী রতনপুর এলাকা থেকে ১৫ জনকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ী সন্ত্রাসীরা। এ নিয়ে গত ২ বছরে প্রায় ১৫০ জনকে সন্ত্রাসীরা অপহরন করে নিয়ে যায়।

#এনএল/মোরশেদ


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী