লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
০৪ এপ্রিল, ২০২২, 9:58 PM

NL24 News
০৪ এপ্রিল, ২০২২, 9:58 PM

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : সোমবার দুপুরে লক্ষ্মীপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্যে চররমনী গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (৫) ও পিয়াম হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ইয়াসিন মধ্য চররমনী গ্রামের মো. শরীফের ছেলে ও পিয়াম একই এলাকার কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আরাফাত ও পিয়াম বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে স্বজনরা বাড়ির আশপাশে খোঁজ করেন।
কোথাও না পেয়ে পুকুরে নেমে সবাই খুঁজতে থাকেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আল-আমিন বলেন, পানিতে ডুবে শিশু দুটি মারা গেছে। স্বজনরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনাটি শুনিনি। কেউ আমাকে জানায়নি।