লক্ষ্মীপুরে গৃহবধূর লাশ উদ্ধার
১৮ মার্চ, ২০২২, 11:47 AM

NL24 News
১৮ মার্চ, ২০২২, 11:47 AM

লক্ষ্মীপুরে গৃহবধূর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার রাত ১০ টার দিকে লক্ষ্মীপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এক ইটভাটা শ্রমিককে ডেকে নিয়ে দুই ভাই মিলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে মূমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, একই রাত ১১ টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মাষ্টার কলোনী এলাকার ৪ তলা বিশিষ্ট রোজ ভিলা (ভাড়া বাসা) থেকে সানজিদা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানায় পরিবার। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে বলে জানান স্থানীয়রা।
পৃথক এ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, পারিবারিক কলহে গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এদিকে শ্রমিককে কুপিয়ে আহতের ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।