রোহিঙ্গা শিবিরে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘরবাড়ি
১৯ এপ্রিল, ২০২৩, 2:43 AM

NL24 News
১৯ এপ্রিল, ২০২৩, 2:43 AM

রোহিঙ্গা শিবিরে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘরবাড়ি
কক্সবাজার অফিস
কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদায় ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এনজিও সংস্থার একটি ফায়ার সার্ভিস টিম । এতে অর্ধশতাধিক ঘরবাড়ি অগ্নিকান্ডে ভস্মীভূত হয় ।
মঙ্গলবার রাত ১২টার দিকে টেকনাফের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
লেদা নুরালী পাড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নবী হোসেন জানান, ‘হঠাৎ করে আমার শিবিরে আগুন জ্বলে উঠে। এনজিওর ফায়ার সার্ভিস পৌঁছে কাজ করেছে। পাশাপাশি আমাদের লোকজনকে ছড়িয়ে দিয়ে আগুন নেভাতে সক্ষম হই । তবে এঘটনায় আমাদের ৫০ টির বেশি ঘরবাড়ি পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।
তিনি বলেন, লেদা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্যাম্পে হঠাৎ আগুন কিভাবে এলো এবিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে আমাদের অনুসন্ধান চলছে।