রোহিঙ্গা ক্যাম্পে আবারো দুই খুন: প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করতে বারবার নাশকতা
২১ মার্চ, ২০২৩, 8:26 PM

NL24 News
২১ মার্চ, ২০২৩, 8:26 PM

রোহিঙ্গা ক্যাম্পে আবারো দুই খুন: প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করতে বারবার নাশকতা
কক্সবাজার অফিস
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার জন্য এ হামলা চালিয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়ার তাজনিমারখলা ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের জি ফোর ব্লকে এই ঘটনা ঘটে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী এই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রোহিঙ্গার নাম মোঃ রফিক (৩০)। সে ক্যাম্প ১৩ জি-৪ এর বেজ আলির ছেলে। নিহত অপর একজনে মোঃ রফিক (৩২)। সে একই ক্যাম্পের মোঃ হোসেনের ছেলে।
এ ঘটনায় মোঃ ইয়াসিন(২৮) নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। সে একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুর ১টার দিকে ১০-১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মোঃ রফিকের ঘরে ঢুকে অতর্কিত গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে সে মারা যায়, পরে রফিক নামের আরো একজনকে গুলি করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে রফিক মারা যায়। গুলিবিদ্ধ ইয়াসিনের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।
তিনি আরো বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উখিয়া রোহিঙ্গা শিবিরের এক মাঝি( নেতা) জানান, মুলত রোহিঙ্গা প্রত্যাবাসনকে আটকে দিতে বারবার এই হত্যাকান্ড ও অরাজকতা সৃষ্টি করছে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি গ্রুপ। তারা চায়না মিয়ানমার ফিরে যেতে। চায়না সাধারণ রোহিঙ্গারা শান্তিতে থাকুক। রোহিঙ্গা জঙ্গি সংগঠনের সদস্যদের দিয়ে প্রতিনিয়তই চলছে এই নাশকতা।