ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৪৪০ কেজি লোহার সামগ্রী চুরি

#

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  2:33 PM

news image
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

নিজস্ব প্রতিনিধি : আবারও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চুরির ঘটনা ঘটেছে। প্রকল্পের ভেতরে ৪৪০ কেজি লোহার সামগ্রী চুরির দায়ে এক ঠিকাদার প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ।

গ্রেফতার হাসান আলী (২৮) ঈশ্বরদী উপজেলার চরসাহাপুর ইউনিয়নের আরব আলীর ছেলে ও হান্নু শেখের ছেলে আওয়াল শেখ (৩০)।

তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত এসএস এন্টারপ্রাইজ কোম্পানির কর্মচারী। তারা দুজনে বিদ্যুৎকেন্দ্রের আবর্জনা পরিষ্কার করে।

শনিবার সন্ধ্যায় মামলা নথিভুক্ত করে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

রূপপুর পারমাণবিক নির্মাণ প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা রাশিয়ান ফেডারেশনের ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটমস্টোরি এক্সপোর্ট জয়েন্ট স্টক কোম্পানির উপপরিচালক ভিএন টুরুটিন আটক দুজনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেছেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি বিকালে ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর গেটে আবর্জনার গাড়িতে করে লোহার সামগ্রী বের করার সময় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম আতিক জানান, প্রকল্পের ভেতরে আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ঢুকে ডিউটি করতে থাকে ওই দুই কর্মচারী। কাজ শেষে বিকাল ৪টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে থাকা ময়লার সঙ্গে ৪৪০ কেজি ওজনের ৮টি লোহার তৈরি ড্রেনের ঢাকনা চুরি করে নিয়ে যাচ্ছিল তারা।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, এসব লোহার ওজন ৪৪০ কেজি; দাম ৮৪ হাজার টাকার মতো।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল