ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
জোর যায় মুল্লুক তার, এই নীতিতে যদি আমরা দেশ সংস্কার করি তাঁতে দেশ গৃহযোদ্ধের দিকে ধাপিত হতে পারে। লন্ডনে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রান্ড মীলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত Shahriar Kabir arrested in Dhaka, conspicuous charges ক্ষমতার দখল নিয়ে জামায়াত ও বিএনপির লড়াই তুঙ্গে ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৪৪০ কেজি লোহার সামগ্রী চুরি

#

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  2:33 PM

news image
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

নিজস্ব প্রতিনিধি : আবারও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চুরির ঘটনা ঘটেছে। প্রকল্পের ভেতরে ৪৪০ কেজি লোহার সামগ্রী চুরির দায়ে এক ঠিকাদার প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ।

গ্রেফতার হাসান আলী (২৮) ঈশ্বরদী উপজেলার চরসাহাপুর ইউনিয়নের আরব আলীর ছেলে ও হান্নু শেখের ছেলে আওয়াল শেখ (৩০)।

তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত এসএস এন্টারপ্রাইজ কোম্পানির কর্মচারী। তারা দুজনে বিদ্যুৎকেন্দ্রের আবর্জনা পরিষ্কার করে।

শনিবার সন্ধ্যায় মামলা নথিভুক্ত করে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

রূপপুর পারমাণবিক নির্মাণ প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা রাশিয়ান ফেডারেশনের ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটমস্টোরি এক্সপোর্ট জয়েন্ট স্টক কোম্পানির উপপরিচালক ভিএন টুরুটিন আটক দুজনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেছেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি বিকালে ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর গেটে আবর্জনার গাড়িতে করে লোহার সামগ্রী বের করার সময় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম আতিক জানান, প্রকল্পের ভেতরে আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ঢুকে ডিউটি করতে থাকে ওই দুই কর্মচারী। কাজ শেষে বিকাল ৪টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে থাকা ময়লার সঙ্গে ৪৪০ কেজি ওজনের ৮টি লোহার তৈরি ড্রেনের ঢাকনা চুরি করে নিয়ে যাচ্ছিল তারা।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, এসব লোহার ওজন ৪৪০ কেজি; দাম ৮৪ হাজার টাকার মতো।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল