রাস্তা পারাপারের সময় এক পথচারী নিহত
০৩ মার্চ, ২০২২, 10:12 AM

NL24 News
০৩ মার্চ, ২০২২, 10:12 AM

রাস্তা পারাপারের সময় এক পথচারী নিহত
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ীতে বুধবার (২ মার্চ) রাতে সায়েদাবাদে ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
নিহতের নাম মো. ওমর ফারুক (৪৬)। নিহত ওমর ফারুক কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার আব্দুল খালেকের ছেলে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, খবর পেয়ে যাত্রাবাড়ীর ফ্লাইওভারের নিচে থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি উদ্ধার করা হয়। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আশপাশের লোকজন জানিয়েছেন, ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আমরা সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।