রাস্তায় নেমে যানজট নিরসন করছেন পৌর মেয়র
নিজস্ব সংবাদদাতা
১৭ জুলাই, ২০২২, 3:56 PM

নিজস্ব সংবাদদাতা
১৭ জুলাই, ২০২২, 3:56 PM

রাস্তায় নেমে যানজট নিরসন করছেন পৌর মেয়র
বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রাম বাঁশখালী উপজেলা গেটের সামনে হাতে লাঠি নিয়ে দীর্ঘ যানজট নিরসন করতে আজ (১৭ জুলাই ২০২২ রবিবার) রাস্তায় নেমে পড়লেন বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন। এতে যানজটের অনেকটা স্বস্তি ফিরেছে উপজেলা সদরে। অন্য দিকে পৌর মেয়রের এই কাজ কে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম বাঁশখালীর প্রধান সড়কে কাঁচাবাজার ও অবৈধ স্থাপনা বসিয়ে দীর্ঘ কৃত্রিম যানজট সৃষ্টি করছে প্রতিনিয়ত। চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী প্রবেশের মুখ চাঁদপুর বাজার থেকে শুরু করে বাণীগ্রাম,গুনাগরী, বৈলছডি, জলদী, টাইমবাজার, চাম্বলবাজার, নাপোড়া বাজার, প্রেমবাজারসহ প্রতিনিয়ত সকাল-বিকাল নানা ধরনের সবজি ও ফল বাজারের দোকানদারগণ ব্যাপক ভাবে প্রধান সড়ক দখল করে বসে আছে। এতে মুল রাস্তাটি ছোট হয়ে যায়।
আবার কিছু কিছু বাজারের দীর্ঘ যানজটের কারণে বিভিন্ন সময় রোগী পরিবহনে হিমশিম খাচ্ছে বলে জানা যায়।
অন্য দিকে পুরো বাঁশখালী প্রধান সড়ক কার্পেটিং হয়ে যাওয়ার ফলে বাস ড্রাইভার বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে। যার কারণে মুহূর্তে মুহূর্তে রয়েছে জীবনের ঝুঁকি ও প্রাণনাশের ঘটনা ।
পুঁইছড়ী ইউনিয়নের নাপোড়া ছনুকাজীর হাটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সবজি বিক্রেতা গুলো প্রতিনিয়ত কাঁচাবাজার বসিয়ে দিল প্রধান সড়কে। কাঁচাবাজারের নির্দিষ্ট স্থানে ভূমিদস্যুর অবৈধ স্থাপনায় জিম্মি। সেই সাথে উক্ত এলাকায় সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হয় বলে।
এই সড়কটি চট্টগ্রাম কক্সবাজারের বিকল্প সড়ক হিসাবে বর্তমনে ব্যবহার হচ্ছে। এই সড়ক দিয়ে প্রতিদিন দূরপাল্লার বড় বড় বাস, ট্রাক,সি এন জি, সহ রোগী পরিবহনে প্রতিদিন যানজটের সমস্যায় পড়তে হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাধারণ পথচারী হয়ত ভুলেই গেছে এখানে যে একটা রাস্তা রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সবজি ক্রয় করতে ও দেখা যায়।
এই ব্যাপারে বাঁশখালীর দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট নূর আলম মুঠোফোনে বলেন, বাঁশখালী'র প্রধান সড়ক প্রয়োজনের তুলনায় অনেক ছোট সেই সাথে বিশেষ করে যাত্রীবাহী বাস, সি.এন.জি গুলো’র অবৈধ পাকিং এর জন্য এই যানজট সৃষ্টি হচ্ছে। আমি প্রথম প্রথম এখানে জয়েন্ট করার সাথে সাথে একদম বাজে অবস্থা ছিল যানজটের। বর্তমানে প্রধান প্রধান মোড়গুলোতে দায়িত্বরত ট্রাফিক গুলো দিনরাত পরিশ্রম করে যাচ্ছে যানজট মুক্ত করার জন্য। আশা করছি বাঁশখালীর প্রধান সড়ক টা যদি আরেকটু প্রশস্ত করা হয় তাইলে শতভাগ যানজট নিরসন হবে।