রাষ্ট্রপতির কাছে আজ ১০ জনের তালিকা জমা দিবে সার্চ কমিটি
২৪ ফেব্রুয়ারি, ২০২২, 2:46 PM

NL24 News
২৪ ফেব্রুয়ারি, ২০২২, 2:46 PM

রাষ্ট্রপতির কাছে আজ ১০ জনের তালিকা জমা দিবে সার্চ কমিটি
নিজস্ব প্রতিবেদক : শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে কমিটি আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে দশ জনের নামের তালিকা জমা দিবে।
এই তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে নিয়োগ প্রজ্ঞাপনের আগে এই ১০ জনের নাম প্রকাশ হচ্ছে না।
জানা গেছে, বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সার্চ কমিটি ও সাচিবিক দায়িত্বে থাকা কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গতকালই (বুধবার) করোনা পরীক্ষা করেছেন। রিপোর্ট নেগেটিভ আসা সাপেক্ষে তারা বঙ্গভবনে যাবেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে জাতীয় সংসদে ইসি গঠন প্রক্রিয়া নিয়ে আইন পাস হয়। পরে গত ৫ ফেব্রুয়ারি, রাষ্ট্রপতি এই আইনের অধীনে ছয় সদস্য বিশিষ্ট ইসি সার্চ কমিটি গঠন করেন।
দায়িত্ব পালনকালে কমিটি নিজেরা ৭টি সভা করেন এবং ইসি গঠনে পরামর্শ পেতে ৪৭ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ ৩২২ জনের নাম ওয়েবসাইটে প্রকাশ করে। এদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি পর্যায়ের নামও রয়েছে।
তালিকা যাচাই-বাছাই করে কয়েকজনের নাম একাধিকবার পাওয়া যায়। সংশোধনের পর তালিকায় ৩১৫ জনের নাম ছিল। পরে এই তালিকায় নাম কমিয়ে ৫০ জন, পরে ২০ জন এবং সবশেষে ১০ জনের নাম রাখা হয়।