রামু - নাইক্ষ্যংছড়ি সড়কে নৈরাজ্য
০৭ ফেব্রুয়ারি, ২০২৩, 7:29 PM

NL24 News
০৭ ফেব্রুয়ারি, ২০২৩, 7:29 PM

রামু - নাইক্ষ্যংছড়ি সড়কে নৈরাজ্য
ফরিদুল আলম রনি ( কক্সবাজার অফিস):
আদিপত্য বিস্তার, ঘাটে ঘাটে চাঁদাবাজি সিএনজি চালকদের মারধরের প্রতিবাদে কক্সবাজারের রামুর নাইক্ষ্যংছড়ি সড়কে ব্যরিকেট দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ফলে বন্ধ হয়ে পড়েছে রামু- নাইক্ষ্যংছড়ি সড়কে সিএনজি চলাচল।
গত ৫ ফেব্রুয়ারী রবিবার থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে চলছে বিক্ষোভ। রামু - সিএনজি মালিক শ্রমিকদের আদিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ নানা অনিয়মের প্রতিবাদ করায় রামু- কক্সবাজার সড়কে নাইক্ষ্যংছড়ির সিএনজি সমূহ ঢুকতে বাঁধা দেয়া হচ্ছে।
গত রবিবার ইফসান,রুবেলসহ কয়েকজন নাইক্ষ্যছড়ির সিএনজি চালককে বেদড়ক মারধর করে রামুর সিএনজি চালকরা। এঘটনাকে কেন্দ্র করে রামু- নাইক্ষ্যংছড়ি সিএনজি চলাচল বন্ধ থাকায় বেড়েছে জনদূর্ভোগ।
এসব ঘটনায় নাইক্ষ্যংছড়ি গাড়ি মালিক শ্রমিকরা চান আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান।