সংবাদ শিরোনাম
রামু হাইওয়ে পুলিশের জালে ইয়াবাসহ মাদক কারবারি আটক
০৭ মে, ২০২৩, 12:18 AM

NL24 News
০৭ মে, ২০২৩, 12:18 AM

রামু হাইওয়ে পুলিশের জালে ইয়াবাসহ মাদক কারবারি আটক
কক্সবাজার অফিস
কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক মাদক কারবারি আলমগীর (৪০)। সে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন এর পূর্বধেচুয়াপালং ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাক এর ছেলে।
শনিবার (৬ মে) সন্ধ্যায় রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের উত্তর পাশে মেইনরোড়ে সিএনজি গাড়ি তল্লাশি করলে, যাত্রীর ব্যাগে থাকা লেক্সাস বিস্কিটের প্যাকেটে লুকানো এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি আলমগীরকে আটক করা হয়েছে।সিএনজি নিয়ে যাত্রী সেজে যাওয়ার সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে লেক্সাস বিস্কিটের প্যাকেটে মিলল ৫ হাজার ইয়াবা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মেজবাহ।
সম্পর্কিত