রামু হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ সিএনজিচালক আটক
১৫ আগস্ট, ২০২৩, 11:14 PM

NL24 News
১৫ আগস্ট, ২০২৩, 11:14 PM

রামু হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ সিএনজিচালক আটক
কক্সবাজার অফিস
কক্সবাজারের রামুতে ১০ হাজার ইয়াবাসহ আহমদ কবির (৪০) নামের এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টা ৪৫ মিনিটে কক্সবাজার-রামু মহাসড়কের খুনিয়া পালং ইউপিস্থ তুলাবাগান রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক আটক কবির আহমদ নাইক্ষংছড়ি গুনগুম কচুবনিয়া এলাকার আবুল কাশেমের ছেলে।
রামুক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, কক্সবাজার- রামু খুনিয়াপালং সড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অবস্থান করছিল। এসময় কক্সবাজার মুখী একটি সিএনজি তল্লাশি করে ড্রাইভারের সীটের নীচে থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদক পরিবহনের দায়ে সিএনজি টিও জব্দ করা হয়।
(ওসি) মো. মেজবাহ উদ্দিন আরো জানান, আটক আহমদ কবির ইয়াবা পরিবহন করে এই বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। সর্বশেষ সকালে তাকে আটক করে পুলিশের একটি দল।
তিনি আরও জানান, আটক আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানান পুলিশের এই কর্মকর্তা।